বিনোদন প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০২৪

আ খ ম হাসানের ‘মূর্খ জামাই’

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। এবার তার সঙ্গে জুটি হয়েছেন আরেক তরুণ অভিনেত্রী পুনম হাসান জুঁই। তাদের নিয়ে নির্মিত হলো নতুন টেলিছবি ‘মূর্খ জামাই’। রাজীব মণি দাসের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন পলাশ মণি দাস। এটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, রেশমা আহমেদ, ফাহদিমা তৃশা, নিথর মাহবুব, ফরিদ হোসাইন প্রমুখ। গল্প প্রসঙ্গে পরিচালক জানান, জালাল ও প্রিয়া ভালোবেসে বিয়ে করেছে। তবে জালালের বিয়েটা প্রথমে তার শ্বশুরবাড়িতে মেনে নেয় না। সে জন্য তার এত দিন শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি। তবে সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে শ্বশুর সবকিছু মেনে নিয়েছে। তাই সে শ্বশুরবাড়িতে যায়। জালালের আচার-আচরণ দেখে রায়হানের কাছে জামাইকে মূর্খ মনে হয়। যে জামাই হাঁস বললে বাজার থেকে বাঁশ নিয়ে আসে, আর যা-ই হোক এ রকম গ-মূর্খ জামাইয়ের সঙ্গে তার মেয়ের সংসার চলতে পারে না। মেয়ে ভুল করতে পারে; কিন্তু বাবা হয়ে সে ভুলের পথে আর এগোনো যাবে না। এ রকম নানা নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে যায় টেলিছবিটির গল্প। পরিচালক সূত্রে জানা যায়, টেলিছবিটি শিগগিরই যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। তারপর টিওটি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close