বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর, ২০২০
টানা তৃতীয়বার সেরা টেইলর সুইফট

------
এদিকে বিগ মেশিন লেভেল গ্রুপ থেকে প্রথম ছয়টি অ্যালবাম বের হয়েছিল টেইলর সুইফটের। এ প্রযোজনা প্রতিষ্ঠানটির মালিক জানান যে, সুইফটের প্রথম ছয় অ্যালবামের মাস্টার রাইটস একটি বিনিয়োগ কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছেন তিনি। এদিকে টেইলর সুইফট সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি স্বীকার করে জানান যে, নতুন কোনো প্রযোজনার সঙ্গে কাজ করবেন না তিনি। তাই পুরোনো গান রেকর্ডেই মনোনিবেশ করেছেন গায়িকা।
"