প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ মে, ২০২৪

জেলেনস্কিকে হত্যার রুশ ষড়যন্ত্র নস্যাতের দাবি ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার একটি রুশ ষড়যন্ত্র নস্যাৎ করেছেন দেশটির কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তারা। মঙ্গলবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এই দাবি করেছে। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে এসবিইউ বলেছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) পরিচালিত এজেন্টদের একটি নেটওয়ার্ক উন্মোচিত করেছেন তারা। এই নেটওয়ার্কের লক্ষ্য ছিল জেলেনস্কি ও অন্যান্য সিনিয়র ইউক্রেনীয় রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের হত্যা করা। এরই মধ্যে দেশদ্রোহিতার অভিযোগে ইউক্রেনের স্টেট গার্ডের দুই কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close