প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে রাশিয়াকে সমর্থন দেবেন ট্রাম্প!

পশ্চিমা সামরিক জোট ন্যাটো জোটের অংশ হিসেবে যে দেশগুলো প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হবে, সেখানে মস্কোকে হামলা চালাতে উদ্বুদ্ধ করবেন ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১০ ফেব্রুয়ারি) সাউথ ক্যারোলাইনায় একটি জনসভায় অংশ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ন্যাটোর যেসব দেশ এই জোটের অংশ হিসাবে প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হবে, সেসব দেশে রাশিয়াকে হামলা চালাতে উৎসাহ দেবেন তিনি।

ন্যাটো জোটের সদস্যদেশগুলো এই জোটের কোনো একটি দেশের ওপর হামলা হলে সবাই একযোগে তা প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, নেতৃত্ব দেয়া যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের মন্তব্য আলোড়ন তুলেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close