প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

ফ্লোরিডায় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছে। ওই প্লেনের ইঞ্জিনে ত্রুটির কারণে এটি একটি হাইওয়েতে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। ফেডারেল বিমান চলাচল সংস্থা জানিয়েছে, বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ প্লেনটিতে ছয়জন আরোহী ছিল। স্থানীয় সময় বেলা ৩টা ১৫ মিনিটে এটি নেপলেস নামের একটি ছোট শহরের কাছে ইন্টারস্টেট ৭৫-এ বিধ্বস্ত হয়েছে।

বিমানবন্দরের মুখপাত্র রবিন কিং এক বিবৃতিতে বলেন, প্লেনটি নেপলস মিউনিসিপ্যাল এয়ারপোর্টে অবতরণের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, তিনি উভয় ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়েছেন। সে সময় তিনি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ জানান।

এয়ার ট্রাফিক কন্ট্রোলার অবিলম্বে প্লেনটিকে অবতরণের ব্যবস্থা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close