প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

ফেসবুক-ইনস্টাগ্রামে নিষিদ্ধ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মূল প্রতিষ্ঠান মেটা। কনটেন্টের ‘নীতিমালা লঙ্ঘনের দায়ে’ খামেনিকে ফেসবুক-ইনস্টাগ্রামে নিষিদ্ধ করার কথা জানিয়েছে মেটা। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

এ নিয়ে সংস্থাটির একজন মুখপাত্র এএফপিকে বলেন, আমাদের সংস্থার নীতি বারবার লঙ্ঘনের জন্য আমরা এই অ্যাকাউন্টগুলো অপসারণ করেছি। তবে মেটার ওই মুখপাত্র এক্ষেত্রে ইসরায়েল-হামাস যুদ্ধের কথা উল্লখ করেননি। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে চাপে রয়েছে মেটা। এ যুদ্ধে হামাসের পক্ষ নিয়েছেন খামেনি। যদিও এ যুদ্ধের নিজেদের সংশ্লিষ্টতার কখা অস্বীকার করেছে ইরান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close