প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২৪

‘গোল্ডেন ভিসা’ বাতিল করল অস্ট্রেলিয়া

বিদেশি ধনী বিনিয়োগকারীদের জন্য ‘গোল্ডেন ভিসা’ চালু করেছিল অস্ট্রেলিয়া। তবে প্রত্যাশিত ফল না পাওয়ায় এ ভিসা বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ব্যবসা খাতকে চাঙা করতেই ‘গোল্ডেন ভিসা’ চালু করেছিল অস্ট্রেলিয়া সরকার। এ ভিসার আওতায় বিদেশি ধনী বিনিয়োগকারীরা দেশটিতে বাস করতে পারতেন। কিন্তু অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কারণে বাদ পড়েছে এ ভিসার সুবিধা। কর্তৃপক্ষ বলছে, এই ভিসার কারণে আর্থিকভাবে তেমন লাভ আসছে না।

গোল্ডেন ভিসা চালু হওয়ার পর থেকেই সমালোচনা করে আসছিলেন অনেকে। কেউ কেউ বলছিলেন, নিজেদের পকেট ভারী করার জন্য কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা এই ব্যবস্থাকে ব্যবহার করছে। গোল্ডেন ভিসা পেয়ে ২০১২ সালে অনেক বিদেশি বিনিয়োগকারী অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি পান।

সরকারি তথ্য মতে, এদের মধ্যে ৮৫ শতাংশ চীনা।

এই ব্যবস্থা পর্যালোচনা করে দেশটি জানতে পারে, এর মাধ্যমে আসল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। এ কারণে গত ডিসেম্বরেই ঘোষণা দেওয়া হয়, ‘গোল্ডেন ভিসা’ বাতিল করা হবে। এবার এই সুবিধা বন্ধ করল কর্তৃপক্ষ। এর পরিবর্তে দক্ষ কর্মীদের ভিসা দেওয়া বাড়াবে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close