প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ জানুয়ারি, ২০২৪

দিল্লির তাপমাত্রা নামল ৩.৬ ডিগ্রিতে

উত্তর ভারত জুড়ে তীব্র ঠাণ্ডা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৬ ডিগ্রি। চলতি মৌসুমে এটিই সবচেয়ে কম। ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে দেশটির রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১২ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা নেমেছিল ৩ দশমিক ৯ ডিগ্রিতে। আগামী কয়েক দিন দিল্লিতে এমন

তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, দিল্লিতে দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে ২০০ মিটার। শনিবার সকালে দেশটির রাজধানীর বেশ কয়েকটি অঞ্চল ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিরূপ আবাহওয়ার কারণে দিল্লিগামী ১৮টি ট্রেন ১-৬ ঘণ্টা বিলম্বে ছেড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close