নিজস্ব প্রতিবেদক

  ০৭ মে, ২০২৪

সাইকেল পাচ্ছে মেধাবী ছাত্রীরা

এবার স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। প্রাথমিকভাবে সারা দেশের ১৬ হাজার ছাত্রীর মধ্যে এ সাইকেল বিতরণ করা হবে। এ লক্ষ্যে ২৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। চলতি বছরেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ‘কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল প্রদান’ শীর্ষক এ প্রকল্পের উদ্দেশ্য দরিদ্র ও মেধাবী ছাত্রীদের স্কুলে যাতায়াতকে নিরাপদ ও সহজ করা। এটি পাইলট প্রকল্প। এটি সফল হলে পরবর্তী সময়ে সারা দেশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর।

প্রস্তাবিত প্রকল্প নিয়ে গত ২ এপ্রিল পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা হয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান জানান, প্রকল্পটি চলতি বছরের জুলাইয়ে শুরু হবে এবং চলবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। এ প্রকল্প বাস্তবায়নের পেছনে আরো যে উদ্দেশ্যগুলো রয়েছে, তা হলো এর মাধ্যমে নিয়মিত শিক্ষাকার্যক্রম নিশ্চিতকরণে সহায়তার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা, দরিদ্র ও মেধাবী ছাত্রীদের স্কুলে যাতায়াত নিরাপদ ও সহজ করা, স্কুলগামী ছাত্রীদের ঝরেপড়া রোধ করার মাধ্যমে নিরবচ্ছিন্ন শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখা, স্কুলগামী ছাত্রীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি করে নেতৃত্বের মনোভাব সৃষ্টি করা। সাইকেল বিতরণের ক্ষেত্রে সরকারি স্কুলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে ছাত্রীদের মেধা, দারিদ্র্য ও অন্যান্য প্রাসঙ্গিক চলকের ওপর স্কোরিং করে তার ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে। প্রকল্পের উপকারভোগী নির্ধারণের জন্য উপজেলা পর্যায়ে নির্দিষ্ট ফরম্যাট বা ক্রাইটেরিয়া অনুসরণ করে ছাত্রীদের তালিকা তৈরি করা এবং উপকারভোগী বাছাই কমিটিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত কর্মকর্তা, লোকাল থানার পরিবর্তে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অন্তর্ভুক্ত করা এবং ওই কমিটিতে ইউনিয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট মেয়রকে অন্তর্ভুক্ত করা হবে।

এ প্রকল্পের আওতায় ৮টি বিভাগের ৮টি জেলার ৪৮টি উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা সাইকেল পাবে। প্রাথমিকভাবে রাজবাড়ী, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, ঝিনাইদহ ও বরগুনায় এ বাইসাইকেল দেওয়া হবে। স্কুলশিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর করতে বাইসাইকেল বিতরণের প্রকল্পটি নতুন নয়। প্রতিবেশী দেশ ভারতে এরকম একটি প্রকল্প রয়েছে। স্কুলশিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা দূর করতে ২০১৫ সালে ‘সবুজ সাথী’ নামে একটি প্রকল্প চালু করে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। ওই প্রকল্পের আওতায় স্কুলশিক্ষার্থীদের সাইকেল দেওয়া হয়। এখন পর্যন্ত প্রকল্পের আওতায় ২ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে ৮৫ লাখ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close