কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২৪

কাপাসিয়ায় প্রত্ন নিদর্শনের সন্ধান

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে প্রত্ন নিদর্শনের সন্ধান পেয়েছেন গবেষকরা। একদল প্রত্নতাত্ত্বিক গবেষক সেখানে মাটি খনন করে দ্বিস্তর এবং তিনস্তর বিশিষ্ট একটি প্রাচীন স্থাপনার সন্ধান পান। একে সুলতানি আমলের দুর্গ বলে দাবি করেছেন অনুসন্ধানকাজে নিয়োজিত গবেষকরা। স্থানীয়ভাবে এটি রানির বাড়ির একডালা দুর্গ নামে পরিচিত। ভৌগোলিক অবস্থানকে বিবেচনায় নিয়ে তারা অনুমান করেছেন, স্থাপনাটি সুলতানি আমলে নির্মিত হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে চলছে খননকাজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান জানান, তিনি প্রথমে ২০০০ সালে দুর্গটির সন্ধানে দরদরিয়া আসেন। পুনরায় ২০১০ সালে এলাকাটি পর্যবেক্ষণ করেন। গত ২৬ ডিসেম্বর রানি বাড়ি নামে পরিচিত একডালা দুর্গ খনন কাজ শুরু করেন। অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ‘ঐতিহ্য অন্বেষণ’ নামে প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক। তিনি জানান, খনন শুরুর ২২ দিনের মাথায় এক ডালার দুর্গের পরিচয় উন্মোচন হতে থাকে। প্রাচীন ইট, মৃৎপাত্র, নলযুক্ত বিশেষ মৃৎপাত্র, গৃহস্থালিকাজে ব্যবহৃত মৃৎপাত্রসহ নানা বস্তু আবিষ্কৃত হয়। সেখানে প্রাপ্ত নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তর জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ৫০০ থেকে ৬০০ বছর আগে নির্মিত। গবেষণা দল এর বিস্তারিত অনুসন্ধানে কাজ করছেন। রানির বাড়ির প্রত্ন নির্দশন উন্মোচন হওয়ার সংবাদ পেয়ে আশপাশের মানুষ ছুটে আসছেন একনজর দেখতে। তাদের কৌতুহল কী রয়েছে এ রানীর বাড়িতে। গতকাল সকাল থেকে মানুষের ভিড় দেখা গেছে।

রানির বাড়ির বর্তমান মালিক সাইজ উদ্দিন জানান, এ জমির মালিক সাইজ উদ্দিনসহ তারা ছয় ভাই। সি এস, এস এ এবং আর এস পর্চায় তাদের পিতা মহর আলি ও চাচা শহর নাম রয়েছে। পৈত্রিক সূত্রে তারা এ সম্পত্তির মালিক। এ জমি তাদের বসত বাড়ি। সব ভাই এখানে থাকেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close