নিজস্ব প্রতিবেদক

  ২১ জানুয়ারি, ২০২৪

ডেঙ্গুতে প্রাণহানি থামছে না

আরো দুজনের মৃত্যু নতুন রোগী ১৮

দেশে ডেঙ্গু আক্রান্ত আরো দুজনের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ জন। সবশেষ মারা যাওয়া দুই ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ১৮ জানুয়ারি একজনের প্রাণ কেড়েছিল এডিস মশাবাহিত রোগটি। সব মিলিয়ে এ বছর ১৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে ৬ জন ঢাকা মহানগরে এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২১ জন।

গত বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার ১ লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে। তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close