শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০২৪

কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে ছাড় নয়

- কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ বলেছেন, যারা কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কৃষিপণ্যের সিন্ডিকেট নির্মূল করার পথ আমরা খুঁজছি। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই কাজ শুরু করেছি। বাজার সিন্ডিকেট যত শক্তিশালী হোক না কেন তাদের মোকাবিলা করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের কাছে আমি চিরঋণী। তারা বারবার বিপুল ভোটে নির্বাচিত করে আমাকে সংসদে পাঠায়। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মানুষকে সম্মান জানিয়ে আমাকে মন্ত্রিত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সঠিকভাবে এ দায়িত্ব পালন করার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মনজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close