প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০২৪

বঙ্গবন্ধু টানেলে উল্টে গেল মাইক্রোবাস

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫

পৃথক সড়ক দুর্ঘটনায় প্রভাষকসহ বগুড়া, কুষ্টিয়ার ভেড়ামারা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও বরগুনায় পাঁচ নিহত হয়েছেন। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল সড়কে মাইক্রোবাস উল্টে গেছে। গতকাল মঙ্গলবার ও আগের দিনের এসব ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : জেলার আদমদীঘিতে যাত্রীবাহী বাসের সঙ্গে রডবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক এমরান হোসেন (২১) নিহত হয়েছেন। এতে বাসচালক, হেলপার ও যাত্রীসহ আহত হয়েছেন আরো ১২ জন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক এমরান নওগাঁ সদরের কোনাইল গ্রামের আবদুস ছাত্তারের ছেলে। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারায় বারমাইলে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে গত সোমবার রাতে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবু হোসেন (৩০) নিহত হয়েছেন। আবু হোসেন ফকিরাবাদ গ্রামের মোকারমপুর ইউনিয়নের মো. মোতালেব হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ : জেলা সদরের খামারগাতি এলাকায় ইটভাঙা মেশিনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ফল ব্যবসায়ী ইমদাদুল হোসেন (৩০) হরি নারায়ণপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। এ দুর্ঘটনায় শাহীন (২৮) ও আবদুল করিম (২৪) গুরুতর আহত হয়েছেন।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পয়ড়া ডাঙা পল্লী বিদ্যুৎ অফিস-সংলগ্ন এলাকায় গত সোমবার রাতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাইবুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। তাইবুল উপজেলার মাঝের চর এলাকার উকিল আলীর ছেলে।

বরগুনা : গতকাল সকালে বরগুনা বামনা-মঠবাড়িয়া সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী সুব্রত হালদার (৩৫) নিহত হয়েছেন। সুব্রত হালদার (৩৫) বেগম ফয়জুন্নেছা মহিলা কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি জব্দ এবং মরদেহ উদ্ধার করে।

চট্টগ্রাম : গতকাল সকালে ট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের এপ্রোচ সড়কের আনোয়ারা প্রান্তে ঘন কুয়াশা পথ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে চালকসহ আটজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কাজী মাহবুব রনি, ফরহাদ, গাড়ির চালক রুবেল, আলী মর্তুজা, রাশেদুল করিম, ফারহানা আকতার, মুন্না ও কানসি। আহতরা সবাই চট্টগ্রাম নগরীর খুলশি থানার লালখান বাজার এলাকার বাসিন্দা। আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, বঙ্গবন্ধু টানেলের এপ্রোচ সড়কের বৈরাগ চায়না ইকোনমিক জোনের পাশে ভোর ৫টার দিকে একটি মাইক্রোবাস উল্টে গেলে যাত্রীরা আহত হয়। গাড়িটি উদ্ধার এবং এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

পটুয়াখালী : পটুয়াখালীতে ঘন কুয়াশায় এক বাসের ধাক্কায় যাত্রীবাহী অপর বাসের তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ১টার দিকে সদর উপজেলার বদরপুর বাজারের বরিশাল-কুয়াকটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close