ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে কে কার প্রতিপক্ষ

শেষ ষোলোর পর শেষ আটেও ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে যেতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের সামনে বাধা চেলসি। সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার ড্র অনুষ্ঠিত হয়। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল খেলবে ২০২০-২১ মৌসুমে দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট জেতার চেলসির বিপক্ষে। আগামী ১১ ও ১২ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা। ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮ ও ১৯ এপ্রিলে।
জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পেয়েছে আরেকটি কঠিন প্রতিপক্ষ। শেষ ষোলোয় ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে বিদায় করা দলটি এবার খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। অন্য দুই কোয়ার্টার-ফাইনালে লড়বে ইন্টার মিলান-বেনফিকা এবং এসি মিলান-নাপোলি। এই চার দলের মধ্যে সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান সবশেষ এ শিরোপার স্বাদ পেয়েছে ২০০৭ সালে। তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার সবশেষ জিতেছিল ২০১০ সালে। নাপোলি এবারই প্রথম খেলছে কোয়ার্টার ফাইনালে। বেনফিকা জিতেছিল ১৯৬২ সালে, সে সময় অবশ্য এটির নাম ছিল ইউরোপিয়ান কাপ।
কোয়ার্টার ফাইনাল লাইনআপ :
রিয়াল মাদ্রিদ-চেলসি
ইন্টার মিলান-বেনফিকা
ম্যানচেস্টার সিটি-বায়ার্ন মিউনিখ
এসি মিলান-নাপোলি।