reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০২২

উইন্ডিজ সফর শেষ সাইফউদ্দিনের

মোহাম্মদ সাইফউদ্দিন। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিমানে ওঠার একদিন আগে ছিটকে গেলেন মিডিয়াম পেসার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের পুরোনো সমস্যা এই ক্রিকেটারকে যেতে দিল না উইন্ডিজে। বৃহস্পতিবার (২৩ জুন) এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্র জানায়, সাইফউদ্দিন ম্যাচে বোলিংয়ের জন্য ফিট নন। পিঠের আগের সমস্যাটাই এখনও আছে। আমরা পুনরায় তাকে পর্যবেক্ষণ করবো। তারপর বোঝা যাবে ফিট হতে কতদিন লাগবে।

মূলত বোলিংয়ের সময় পায়ের পাতায় ব্যথা অনুভব করায় সাইফউদ্দিনকে আনফিট ঘোষণা করে মেডিকেল বিভাগ। বিষয়টি তারা টিম ম্যানেজমেন্টকেও জানিয়ে দিয়েছে।

মে মাসে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালে সাইফউদ্দিনকে চট্টগ্রামে ডেকে পাঠিয়েছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সেখানে তার বোলিং দেখেন দক্ষিণ আফ্রিকান কোচ। তারপরই মূলত উইন্ডিজ সিরিজের জন্য সবুজ সংকেত পান তিনি। কিন্তু হঠাৎ করে পুরোনো ব্যথা ওঠায় শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজে খেলার সম্ভাবনা।

এর আগে পিঠের চোটে উইন্ডিজ সফর শেষ হয়ে যায় মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বির।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোহাম্মদ সাইফউদ্দিন,ক্রিকেট,চোট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close