reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুন, ২০২২

সিরিজ বাঁচানোর লক্ষ্য

বিজয়-শরীফুলকে নিয়ে সেন্ট লুসিয়ায় সাকিবরা

ফাইল ছবি

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ও শেষ ম্যাচে টাইগাররা উইন্ডিজের মুখোমুখি হবে ২৪ জুন। সিরিজ হার বাঁচাতে এ ম্যাচের জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে। জয়ের লক্ষ্য বিজয় ও শরীফুল যোগ দিয়েছেন দলের সাথে। তাদেরকে নিয়েই দ্বিতীয় টেস্টের ভেন্যু সেন্ট লুসিয়ায় পৌঁছেছে সাকিব আল হাসান বাহিনী।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বুধবার (২২ জুন) ও বৃহস্পতিবার (২৩ জুন) নিজেদের ঝালিয়ে নেবেন বাংলাদেশ টেস্ট দল।

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না তাদের। ব্যাটসম্যানদের ফর্মহীনতায় ৭ উইকেটে হারতে হয়েছে অ্যান্টিগা টেস্টে। এবার ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের।

দলের ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে প্রথম টেস্ট চলাকালীনই বাংলাদেশ থেকে উড়ে গেছেন ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো ডান হাতি উইকেটরক্ষক ও ব্যাটার এনামুল হক বিজয়। দ্বিতীয় টেস্টের আগে ডাক পড়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। তিনি আজ সেন্ট লুসিয়ায় পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

সাদা পোশাকে ড্যারেন স্যামি স্টেডিয়ামে এর আগে ২টি ম্যাচ খেলেছে লাল-সবুজের জার্সিধারীরা। যেখানে সবশেষে এই মাঠে নেমেছে ২০১৪ সালে। ওই ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেনি বাংলাদেশ। হারতে হয়ে ২৯৬ রানে। এর ১০ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে যে টেস্ট খেলেছেন টাইগাররা। সে ম্যাচে জিততে না পারলেও ড্র করেছিল হাবিবুল বাশারের দল। দুই ইনিংস মিলিয়ে সেঞ্চুরি পেয়েছিলেন হাবিবুল, মোহাম্মদ রফিক আর খালেদ মাসুদ পাইলট।

বাংলাদেশ দলের ব্যাটাররা চাইলে সেই টেস্ট থেকে অনুপ্রেরণা নিতে পারেন। কারণ এ মুহূর্তে ব্যাটিং বিভাগের ছন্দে ফেরা যে জরুরি! সেন্ট লুসিয়া টেস্টে নামতে ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছে ক্রেইগ ব্র্যাথওয়েটের উইন্ডিজও।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টেস্ট দল,বাংলাদেশ,সাকিব আল হাসান,ওয়েস্ট ইন্ডিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close