reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০২৪

রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপির মিছিল

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ‘ডামি অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন ও খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি’র দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল করেছেন বিএনপি নেতা কর্মীরা।

৩০ জানুয়ারি, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের নেতৃত্বে মিছিলে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন।

দয়াগঞ্জে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিকেল পাঁচটায় কাকরাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক মো. রফিকূল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান, হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন প্রমুখ।

এদিকে মতিঝিল এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় নেতাকর্মীদের নিয়ে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয় পরে সেখান থেকে পুলিশি হয়রানি এড়াতে কর্মসূচি পালন থেকে বিরত থাকেন তিনি।

উত্তরা এলাকায় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নেতাকর্মীদের নিয়ে জড়ো হলে সেখান থেকে পুলিশ তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায় পরে তাকে ছেড়ে দেয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close