reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০২৪

মাহিয়া মাহি পেলেন সবচেয়ে কম ভোট!

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বলা চলে, ওই আসনে নির্বাচনের মাঠে সবচেয়ে আলোচনায় ছিলেন তিনি। কিন্তু দেখা গেলে, আলোচিত হয়েও মাহিই সবচেয়ে পেলেন কম ভোট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮) মোট ১৫৮ কেন্দ্রের মাঝে ১৭টি কেন্দ্রে ট্রাক প্রতীকে মাহি পেয়েছেন ১১২৯ ভোট। আর বিজয়ী প্রার্থী মো ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ৯৪১৬ ভোট।

এদিকে ভোটের দিন সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হন এই নায়িকা। কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছেন মাহি। এ সময় কেন্দ্রের নানান বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি।

নির্বাচনে জয়ের বিষয়ে মাহি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক কেন আমি মেনে নেব। পাশাপাশি আল্লাহ না করুক আমি যদি ফেলও করি, আগামীকালকে এলাকাজুড়ে শোডাউন করব।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাহিয়া মাহি,ভোট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close