reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০২১

আপত্তিকর ভিডিও ফাঁস, আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটির ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের আপত্তিকর একটি ভিডিও ফেসবুকে ফাঁস হয়েছে। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

শনিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ওসি মু. মুরাদুল ইসলাম জানান, ফেসবুকে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী নারী থানায় এসে চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

এদিকে শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতা চিত্ত রঞ্জন দাসের আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

ভিডিওতে দেখা যায়, চিত্ত রঞ্জন দাস একটি কক্ষে ২০-২১ বছর বয়সী এক তরুণীর সঙ্গে আপত্তিকর আচরণ করছেন। ওই কক্ষের কেউ তা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

পিডিএসও/এসএমএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আপত্তিকর,ভিডিও ফাঁস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close