reporterঅনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি, ২০২৪

কিশোর গ্যাং প্রশ্রয়দাতাদের কঠোর বার্তা র‌্যাব ডিজির

ছবি : সংগৃহীত

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের লেখা মাদকের সাতসতেরো এবং কিশোর গ্যাং নিয়ে লেখা দুইটি বইয়ের মোড়ক উন্মোচনের পর তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে জোরালোভাবে কাজ করছে র‌্যাব। একইসঙ্গে আকাশ পথ ব্যবহার করে যারা দেশে মাদক আনছেন, তাদের বিরুদ্ধেও কাজ করছে সংস্থাটি।

তিনি বলেন, এই বই দুটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে পৌঁছালে কিশোর গ্যাং ও মাদক বিরোধী আন্দোলন আরও কার্যকর হবে। এছাড়া এসব বিষয়ে সচেতনতার জন্য পাঠ্য বইয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের কুফল তুলে ধরা প্রয়োজন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কিশোর গ্যাং,র‌্যাব ডিজি,মোড়ক উন্মোচন,খন্দকার আল মঈন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close