reporterঅনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি, ২০২৪

রাজধানীতে ঝুম বৃষ্টি

ছবি : সংগৃহীত

শীতের মধ্যেই রাজধানীতে হঠাৎ বৃষ্টি। এরই মধ্যে কয়েক দফায় ঝুম বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০মিনিট থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। তবে এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বৃষ্টি থেমে যায়।

এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবার বৃষ্টি শুরু হয়। যা এখনও অব্যাহত রয়েছে।

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অনেকটা কেটে গেছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কমেছে শীতের প্রকোপ। তবে কিছু কিছু এলাকা এখনও তীব্র ঠান্ডায় কাঁপছে।

বুধবার (৩১ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, প্রথম দিন রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

২৪ ঘণ্টা না পেরোতেই সেই পূর্বাভাস সত্য করে রাজধানী ঢাকায় নেমে এসেছে বৃষ্টি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝুম বৃষ্টি,রাজধানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close