reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০২৪

তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনের ফাঁকে নেপাল, বোতসোয়ানা এবং বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২০ জানুয়ারি) কাম্পালায় ন্যাম সম্মেলনের ফাঁকে হওয়া এসব বৈঠকের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার কাম্পালায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সাদ, বোতসোয়ানা পররাষ্ট্রমন্ত্রী ল্যামেগাং কাপে এবং বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই এলিনিকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৈঠক করেছেন।

পৃথক বৈঠকগুলোতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান। তারা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানকেও অভিনন্দন জানান। তিন মন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদ রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

শনিবার এবং আগামীকাল রবিবার (২১ জানুয়ারি) কাম্পালায় বিভিন্ন দেশের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করার রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close