নিজস্ব প্রতিবেদক

  ১৫ জানুয়ারি, ২০২৪

প্রধানমন্ত্রী দুর্নীতিতে জিরো টলারেন্স 

ছবি : সংগৃহীত

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সতর্ক করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনিয়ম-দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। এক্ষেত্রে তার সরকারের অবস্হান জিরো টলারেন্স।

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর নিদের্শনার উদ্ধৃতি করে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য নিশ্চিত করেন।

দ্বাদশ জাতীয় সংসদের সোমবার ছিল প্রথম কেবিনেট সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত সভায় এ নিদের্শনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী সভার নিদের্শনার বিষয়ে বলেন, নাগরিকের সুবিধা রয়েছে আগামীতে নতুন প্রকল্প নেয়ার ক্ষেত্রে সেটি বেশি অগ্রাধিকার দিতে হবে।

আর যেসব প্রকল্পের কাজ অসমাপ্ত রয়েছে ব্যয় না বাড়িয়ে দ্রুত শেষ করার নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান প্রতিমন্ত্রী পলক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close