নিজস্ব প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০২৪

সাংবাদিকদের শিক্ষামন্ত্রী নওফেল

‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে হবে’

মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষায় ধারাবাহিকতা বজায় রাখা হবে। শিক্ষাক্ষেত্রে গবেষণা বাড়াতে হবে।

রবিবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

উপমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া মহিবুল হাসান বলেন, নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে নানা আলোচনা হচ্ছে। একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হয়েছে। তবে সেটি স্হায়ী কোনো পদ্ধতি না। সবার মতামত নিয়ে মূল্যায়ন করা হবে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষামন্ত্রী,মহিবুল হাসান চৌধুরী নওফেল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close