reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২৪

মতিঝিলে বহুতল ভবন থেকে পড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী নিহত

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির একটি ভবনের অষ্টম তলার ব্যালকনি থেকে নিচে পড়ে হামিদা আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পুলিশের একজন কনস্টেবলের স্ত্রী বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার বলেন, আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাতেমা আক্তার আরও জানান হামিদা পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মরত।

হামিদা নিজে লাফিয়ে পড়েছে নাকি অনিচ্ছাকৃত নিচে পড়ে গেছেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেও জানান ফাতেমা।

এই এসআই আরও বলেন, পরিবার জানিয়েছে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন হামিদা। মরদহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন বলেন, তার স্ত্রী দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে তিনি আট তলার বেলকনি থেকে লাফিয়ে পড়ে মারা যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মতিঝিল,পুলিশ কনস্টেবল,বহুতল ভবন,হামিদা আক্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close