অনলাইন ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪
অবকাশের পর খুলল সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ৫৪ বেঞ্চ
দেড় মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলল আজ রবিবার। সকাল ৯টা থেকে শুরু হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাজ।
এরপর সাড়ে ১০টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে হাইকোর্ট বিভাগের বিচারকাজ। এরই মধ্যে হাইকোর্টের ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
পুনর্গঠিত বেঞ্চে নবনিযুক্ত ২৩ বিচারপতির মধ্যে ২১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুজনকে আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন