reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০২৪

অর্ধশত বিচারকের দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ

সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদনটি খারিজ করা হয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে শুনানি করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন আইনজীবী মো. আমিমুল এহসান জোবায়ের। ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে 'অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি করা হয়েছে।

প্রতিবেদনের একাংশে বলা হয়, বিচার বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তার অনেকেই অবৈধ উপায়ে ‘শত শত কোটি টাকার’ মালিক হয়েছেন। কেউ কেউ আবার ‘হাজার কোটি টাকার’ মালিক।

রিটে বিবাদী করা হয় আইন মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close