reporterঅনলাইন ডেস্ক
  ২২ মার্চ, ২০২৪

আফগানিস্তানে আইএসের আত্মঘাতী বোমায় নিহত ২০

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। ইসলামিক স্টেট গ্রুপ এই বোমা হামলা চালিয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের নিউ কাবুল ব্যাংকের বাইরে অপেক্ষমাণ লোকজনকে লক্ষ্য করে বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে এই হামলা চালানো হয়। এই শহরটিকে তালেবানের উত্থানের সুতিকাগার বলেও মনে করা হয়।

প্রাদেশিক তথ্য বিভাগ জানায়, বিস্ফোরণে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে। তবে শহরটির প্রধান হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, মৃতের সংখ্যা অনেক বেশি।

গণমাধ্যমে কথা বলার কারণে তালেবানের প্রতিশোধের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, মিরওয়াইস হাসপাতালে সকালের বিস্ফোরণের ঘটনায় ২০টি মরদেহ এসেছে।

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ এই হামলার জন্য ইসলামিক স্টেটকে দায়ী করেছে। এ প্রসঙ্গে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, অপরাধীদের শনাক্ত করা হবে এবং তাদের কৃতকর্মের জন্য শাস্তি দেওয়া হবে।

মতিন কানি আরও বলেন, বোমা বিস্ফোরণের সময় সেখানে থাকা লোকেরা বেতন তোলার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। ঘটনার শিকার সবাই বেসামরিক লোক।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আফগানিস্তান,কান্দাহার,আত্মঘাতী বোমা হামলা,আইএস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close