reporterঅনলাইন ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি, ২০২৪

গাজায় ‘নিরঙ্কুশ বিজয়’ অসম্ভব, মনে করেন অধিকাংশ ইসরায়েলি

ছবি : সংগৃহীত

অধিকাংশ ইসরায়েলি মনে করেন, গাজায় 'নিরঙ্কুশ বিজয়' অসম্ভব।

খবর অনুসারে, ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ইহুদি উত্তরদাতা এবং ৭৭.৫ শতাংশ ফিলিস্তিনি নাগরিক মনে করেন, এ ধরনের বিজয়ের মধ্য দিয়ে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা কম।

জরিপে আরও দেখা গেছে, বামপন্থীদের সাথে যুক্ত ৮৪ শতাংশ, মধ্যপন্থী উত্তরদাতাদের ৬৩ শতাংশ এবং রাজনৈতিক বর্ণালীতে ডানপন্থীদের ৫৫ শতাংশ একমত চলমান যুদ্ধে ‘নিরঙ্কুশ বিজয়ের’ সম্ভাবনা কম।

চলতি মাসের গোড়ার দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনী ‘নিরঙ্কুশ বিজয়ের প্রান্ত’ রয়েছে বলে মন্তব্য করার পর এই জরিপের ফলাফল প্রকাশ করা হলো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসরায়েল,নিরঙ্কুশ বিজয়,গাজা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close