reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২২

লটারিতে ২৫ কোটি টাকা জিতে আতঙ্কে অনুপ

ছবি : সংগৃহীত

২২ বছর ধরে নিয়মিতই লটারির টিকিট কেটে আসছিলেন ভারতের কেরালার অটোচালক অনুপ। কখনও ভাগ্য ফেরেনি। যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিলেন তখন ঘুরে ভাগ্যের চাকা। লটারির প্রথম পুরস্কার জিতে যান। যাতে একাই পাবেন ২৫ কোটি রুপি।

ফল ঘোষণা হলেও, এখনও হাতে পাননি টাকা। তবে এর আগেই পড়েছেন, খ্যাতির বিড়ম্বনায়। লটারি পাওয়ার পর থেকেই চেনা-অচেনা নানা মানুষ সাহায্যের আবেদন নিয়ে হাজির হন তার কাছে। অবস্থা এমন ঠেকেছে যে নিজের বাড়ি পরিবর্তনে বাধ্য হচ্ছেন অনুপ। এখন তার আক্ষেপ প্রথম নয় বরং তৃতীয় পুরস্কার পেলেই ভালো হতো।

তিনি বলেন, দিন দিন আমার দুঃখ বাড়ছে। ঘর থেকেই বের হতে পারছি না। মানুষজন বাড়িতে এসে সাহায্য চাইছে। অথচ আমি এখনও লটারির টাকা হাতে পাইনি।

সন্তান অসুস্থ হলেও, মানুষের এমন বিড়ম্বনার কারণে হাসপাতালে নিয়ে যেতে পারছেন না এই লটারি বিজেতা। লটারির আনন্দ এমন আতঙ্কে রূপ নেবে কখনও ভাবেনি অনুপ।

কোটিপতি হওয়াই যেন তার কাছে অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আর সেই অপরাধ থেকে মুক্তি চাইছেন অনুপ। কর কেটে নিয়ে অনুপ হাতে পাবেন ১৬ কোটি ২৫ লক্ষ টাকা। এ টাকার পরিমাণও নেহাত কম নয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লটারির টিকিট,কেরালা,অটোচালক অনুপ,খ্যাতির বিড়ম্বনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close