reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মে, ২০২২

পি কে হালদারকে ফের রিমান্ডে নেওয়ার আবেদন

কয়েক হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা ও আত্মসাৎ ঘটনার হোতা পি কে হালদারকে ফের ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১৭ মে) কলকাতার ব্যাঙ্কশাল আদালতে (স্পেশাল কোর্ট) তোলা হয় পি কে হালদারকে। এ সময় ফের রিমান্ড আবেদন করে ইডি।

এদিন সকালে ইডির আঞ্চলিক দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে পি কে হালদারকে নিয়ে যাওয়ার বিধান নগর মহকুমা হাসপাতালে। সেখানে মেডিকেল চেকআপ করে ফের সাড়ে ৯টার দিকে সিজিও কমপ্লেক্স নিয়ে আসা হয়। এ সময় গণমাধ্যমের কর্মীরা প্রশ্ন করলে উত্তর দেননি পি কে হালদার।

গত শুক্রবার পশ্চিমবঙ্গের ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ছয়জনকে আটক করা হয়। শনিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাদের হেফাজতে নেয় ইডি। রবিবার আদালতের নির্দেশে তাদের তিন দিনের ইডি রিমান্ড শেষে হচ্ছে আজ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পি কে হালদার,রিমান্ড,ইডি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close