reporterঅনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি, ২০২২

ইউক্রেন উত্তেজনার মধ্যেই বৈঠকে যুক্তরাষ্ট্র-রাশিয়া

ছবি : ইন্টারনেট

স্থানীয় সময় সোমবার জেনিভায় মিলিত হয়েছেন,যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। ইউক্রেন সীমান্ত বরাবর রাশিয়ার বিশাল সেনা সমাবেশ এবং পশ্চিমের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে রাশিয়ার দাবি সংক্রান্ত এ সপ্তাহের বিভিন্ন উচ্চপর্যায়ের আলোচনা শুরু করেছেন দুই দেশের কর্মকরতারা।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের একজন মুখ্যপাত্র বলেন স্থানীয় সময় ঠিক সকাল নয়টায় এই আলোচনা শুরু হয় এবং জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র পক্ষ শুধুমাত্র ইউক্রেন নয়, তারা নেটো জোট ও ইউরোপ জুড়ে অন্যান্য মিত্রদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে কাজ করছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, "যুক্তরাষ্ট্র ইউক্রেনসহ আমাদের ইউরোপীয় মিত্র ও অংশীদারদের সঙ্গে নিরাপত্তার ব্যাপারে 'তুমি ছাড়া তোমার সম্পর্কে কিছু নয়' এই নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি স্তরে আমরা আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী দিনগুলোতেও একই ব্যবস্থা নেবো"।

জেনিভা আলোচনার পর রাশিয়া বুধবার ব্রাসেলসে ন্যাটো জোট ও বৃহস্পতিবার জেনিভায় ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা(ওএসসিই)-র সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, " ৮বছর আগে ইউক্রেনের ক্রিমিয়াকে কুক্ষিগত করার পর মস্কো যদি এবার ইউক্রেনে আগ্রাসন চালায়, তবে যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে"।

এবিসি টিভি চ্যানেলের "দিস উইক" অনুষ্ঠানে ব্লিংকেন বলেন, "কূটনৈতিক নিষ্পত্তিতে আমরা সবিশেষ জোর দিচ্ছি, তবে রাশিয়ার ওপরই তা নির্ভর করছে"তারা কি করবেন।

তিনি বলেন ইউরোপে সামরিক মহড়া এবং পুনরায় অস্ত্র সীমিত করা সংক্রান্ত আলোচনা করার সুযোগ রয়েছে, যে ব্যাপারে অতীতে লঙ্ঘনের জন্য তিনি রাশিয়াকে দোষারোপ করেন। সোমবার যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা বৈঠকের আগে দুটি পক্ষের শীর্ষ কূটনীতিকেরা এ সপ্তাহে দুটি দেশের উত্তেজনা প্রশমিত হবার ব্যাপারে সামান্যই আশাবাদ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন "মধ্য ও পূর্ব ইউরোপে নেটোর সামরিক মহড়ার ব্যাপারে রাশিয়ার উদ্বেগের কথা আমরা শুনবো, তবে সঙ্গে আরো বলেন, রাশিয়া যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে ১ লক্ষের অধিক বিশাল সেনা সমাবেশ ঘটিয়েছে, সে ব্যাপারে আমাদের উদ্বেগের কথাও তাদের শুনতে হবে"।

রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করেছে।তারা দাবি করেছে যে নেটোর সম্প্রসারণ বন্ধ করতে হবে অনেকগুলো দেশ ১৯৯৭ সালের পর নেটোতে যোগ দিয়েছে।এছারাও মধ্য ও পূর্বাঞ্চলীয় ইউরোপীয় দেশগুলিতে জোটের সামরিক মহড়া বন্ধ করতে হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,রাশিয়া,ইউক্রেন,ন্যাটো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close