reporterঅনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর, ২০২১

পাকিস্তান পরমাণু অস্ত্রের কারিগর বিজ্ঞানী কাদির খান আর নেই

বিখ্যাত বিজ্ঞানী পাকিস্তানের পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির খান (৮৫) মারা গেছেন। আজ ১০ অক্টোবর (রোববার) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুবরণ করেন।

সংবাদমাধ্যম, ডনের খবরে বলা হয়, গত ২৬ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ড. আবদুল কাদির খান। এরপর তিনি রিসার্চ ল্যাবরেটরিজ হাসপাতালে ভর্তি হন। পরে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে ১১ সেপ্টেম্বর ঘরে ফিরেন তিনি।

জানা যায়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ জিয়ো নিউজকে জানিয়েছেন, ড. আবদুল কাদির খানের ওসিয়ত ছিল তার জানাজা যেন ফয়সাল মসজিদে অনুষ্ঠিত হয়। এদিকে তার মৃত্যুকে পাকিস্তানের জন্য বড় ধরনের ক্ষতি বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক।

উল্লেখ্য, ১৯৩৬ সালে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে জন্মগ্রহণ করেন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খান। পরে ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সঙ্গে তিনি পাকিস্তানে চলে যান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,ড. কাদির খান,পরমাণু বিজ্ঞানী,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close