reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মে, ২০২১

বিলগেটস দম্পতি

বিচ্ছেদ ঘোষণার আগেই ভাগ হয় সম্পত্তি!

ফাইল ছবি

দীর্ঘ ২৭ বছর সংসার করার পর বিশ্বের সবচেয়ে ধনী এবং আলোচিত দম্পতি বিল ও মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। গত ৩ মে টুইটারে তারা যৌথভাবে ঘোষণাটি দেন। গত সোমবার ওয়াশিংটনের কিং কাউন্টি সুপেরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেন মেলিন্ডা গেটস।

আবেদনপত্রে দেখা গেছে, তারা সম্পত্তি ভাগাভাগির বিষয়ে আগেই চুক্তি করেছেন। আদালতের কাছে বিল ও মেলিন্ডা শুধু বিচ্ছেদ অনুমোদনে অনুরোধ করেছেন এবং জানিয়েছেন তাদের মধ্যে করা চুক্তি অনুযায়ী সম্পত্তি ভাগ হবে।

এ জন্য ধারণা করা হচ্ছে, বিশ্বের অন্যসব আলোচিত বিচ্ছেদের মতো এ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির ভাগাভাগি নিয়ে কাদা-ছোড়াছুড়ি হবে না। কারণ বিল ও মেলিন্ডা দুইজনের নিজেদের সম্মতিতে সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত ওই চুক্তিটি করেছেন। তবে ওই চুক্তি জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

বিল ও মেলিন্ডার সংসারে ৩টি সন্তান রয়েছে। ফোর্বসের মতে, তাদের সম্পত্তি ১২৪ বিলিয়ন ডলার। তবে, কারও কারও ধারণা সম্পত্তির পরিমাণ ১২৪ বিলিয়ন ডলারেরও বেশি। বিচ্ছেদের আবেদনপত্রে ৫৬ বছর বয়সী মেলিন্ডা লিখেছেন, তাদের বিয়েটা অপ্রত্যাশিতভাবে ভেঙে গেছে।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
২৭ বছর সংসার,ধনী দম্পতি,বিল,মেলিন্ডা গেটস,বিচ্ছেদ,সম্পতি ভাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close