reporterঅনলাইন ডেস্ক
  ১৯ এপ্রিল, ২০২৪

বায়ুদূষণের তালিকায় ঢাকা ১১তম

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শুক্রবার ঢাকাকে শীর্ষ ১০-এর বাইরে দেখা গেছে।

বেশির ভাগ সময় দূষণে শীর্ষে থাকা এই শহরের সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১২৪। যা অবস্থানের দিক দিয়ে ১১ নম্বরে। এই স্কোর বাতাসের মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

দূষিত শহরের তালিকায় ২৩৪ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। ১৮১ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু দ্বিতীয়, ১৭৫ স্কোর নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাই ও ১৬১ স্কোর নিয়ে চীনের সাংহাই চার নম্বরে অবস্থান করছে।

এ ছাড়া পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়ার বুসান, ভারতের কোলকাতা, বাহরাইনের মানামা, থাইল্যান্ডের ব্যাংকক, আমিরাতের দুবাই এবং ভিয়েতনামের হানই শহর ৫,৬,৭,৮,৯ ও ১০ নম্বরে অবস্থান করছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা,বায়ুদূষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close