reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০১৯

ঢাকাসহ কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। তবে আজ কোথাও কোথাও স্বস্তি মিলতে পারে। ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আজ সোমবার ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে সোমবার এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বেলা ১১টা হতে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, খুলনা, কুষ্টিয়া ও মোংলা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবহাওয়া পূর্বাভাস,বৃষ্টির সম্ভাবনা,তাপদাহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close