reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মার্চ, ২০২৪

কামরুল ইসলাম চৌধুরীর লেখা

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ১০ মার্চ (রোববার) ঢাকা ক্লাবে মিরর ওয়ার্ল্ড আয়োজিত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩২ জন নারীকে "Inspirational Award" প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে।

বিআরটিএ পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর লেখা "বঙ্গমাতা" গানটি এ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে বাজিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়।

"বঙ্গমাতা" গানটি সুর করেছেন গুণী শিল্পী তানিম হায়াত খান রাজিত এবং কণ্ঠ দিয়েছেন‌ যৌথভাবে শিল্পী রাবেয়া বসরী ও রাজিত, সংগীতে ছিলেন সজীব দাস আর ভিডিও এডিটিং খোকন কর্মকার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গমাতা,কামরুল ইসলাম চৌধুরী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close