reporterঅনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট, ২০২২

আজ ‘নোরা’ হয়ে আসছেন মম

‘হাই অন লাইফ’ সিরিজের দৃশ্যে জাকিয়া বারী মম

বৃহস্পতিবার (৪ আগস্ট) মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘হাই অন লাইফ’। যেখানে জাকিয়া বারী মমকে দেখা যাবে গুলশানের বনেদি পরিবারের সন্তান হিসেবে। ওয়েব ফিল্মটির গল্প ও পরিচালনায় আছেন আরিফ এ আহনাফ। চিত্রনাট্য লিখেছেন ফরহাদ হোসেন।

আরিফ এ আহনাফ বলেন, ‘থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস গল্প। এর শুটিং আমরা করেছিলাম একেবারে বান্দরবানের দুর্গম এলাকায়। এর আগে ক্যাম্প করে এমনভাবে ওয়েব সিরিজের কেউ কাজ করেছে বলে আমার জানা নেই। শুটিংয়ের পর দীর্ঘ প্রস্তুতি নিয়ে এটি অবমুক্ত হচ্ছে।’

তিনি বলেন, ঢাকা ও বান্দরবনের রিমাক্রি, তিন্দু এবং দেবতাখুমে শুটিং হয়েছে। বান্দরবানে একটানা ১১ দিন কাজ চলে এটার।

সিরিজটির গল্প নোরাকে নিয়ে। যার পাঁচ-ছয়জন বন্ধু-বান্ধবী। সবাই গুলশান, বারিধারা এলাকার। নিজের বাস্তব জীবেন থেকে বাঁচতে তারা যায় ঘুরতে। কিন্তু তাদের মধ্যে একজন থাকে প্রফেশনাল কিলার। সিরিজটি আজ রাত ৯টায় প্রকাশ হবে আর গল্পটি তুলে ধরা হয়েছে ৬টি পর্বে।

মম ছাড়াও এতে অভিনয় করেছেন—আবু হুরায়রা তানভীর, রাশেদ মামুনুর অপু, আবির মির্জা, জয়শ্রী কর জয়া, মাসুম বাশারসহ অনেকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাই অন লাইফ,নোরা,ওয়েব সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close