reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২১

কোন পুরুষ বেশি পছন্দের জানালেন মালাইকা

ছবি : ইন্টারনেট

মালাইকা আরোরা বলিউডের আলোচিত অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এ জুটির প্রেম কারো অজানা নয় ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মালাইকা পুরুষদের নিয়ে তাঁর নিজস্ব কিছু ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি এমন পুরুষ পছন্দ করি যে কিছুটা রুক্ষ। শারীরিকভাবে খুব ছিমছাম, চিকন পুরুষ পছন্দ; তবে ক্লিন শেভ করে, ভীতু টাইপের পুরুষ পছন্দ নয়। আমি এমন পুরুষকে পছন্দ করি যে খুব ভালো চুমু খেতে পারে।’

মুম্বাইয়ের বান্দ্রায় এলাকায় বসবাস করেন মালাইকা । সম্প্রতি জানা যায় অভিনেত্রীর পাশেই একটি ফ্ল‌্যাট কিনেছেন অর্জুন কাপুর। গুঞ্জন উঠেছে খুব শিগগিরই বিয়ে করছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে মালাইকা বলেন—‘আমরা এখনো বিয়ের সিদ্ধান্ত নিইনি। আমরা সময়টা উপভোগ করছি।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী । ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজ দম্পতির  আরহান খান নামে একটি পুত্রসন্তানও রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিনেত্রী,বলিউড,মালাইকা,ভালো চুমু,ক্লিন সেভ,চিকন পুরুষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close