কুবি প্রতিনিধি

  ২০ মার্চ, ২০২৪

কুবি শিক্ষক সমিতির শ্রেণি কার্যক্রম বর্জনের দিনেও ৮ বিভাগে ক্লাস

ছবি: প্রতিদিনের সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির সেমিস্টার পরীক্ষা ব্যতীত সব ধরনের শ্রেণি কার্যক্রম বর্জনের পরও আটটি বিভাগে চলছে ক্লাস। মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ১৯ বিভাগ ঘুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, সোমবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলনের মাধমে ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সেমিস্টার পরীক্ষা ব্যতীত সব ধরনের শ্রেণি কার্যক্রম বর্জনের ঘোষণা দেন কুবি শিক্ষক সমিতি।

জানা যায়, ইংরেজি বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনলাইনে ক্লাস হয়েছে। গণিত বিভাগে নেওয়া হয়েছে শ্রেণি উপস্থাপনা। এ ছাড়া লোক প্রশাসন বিভাগ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ, মার্কেটিং বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ক্লাস নেওয়া হয়েছে। পাশাপাশি পরিসংখ্যান বিভাগে ভাইভা হয়েছে।

শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করেই তারা কার্যক্রম চালিয়েছেন। এভাবে শ্রেণি কার্যক্রম বর্জন করলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে, সেশনজটে পড়বে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নুরুল করিম চৌধুরী এ বিষয়ে বলেন, ‘মঙ্গলবার পূর্ব নির্ধারিত সব সেমিস্টার পরীক্ষা হয়েছে। কোন বিভাগ থেকে পরীক্ষা পিছানোর জন্য আবেদন করেনি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক প্ল্যান অনুযায়ী গত দুই বছরে কোন সেশন জট হয়নি। যেসব শিক্ষকরা এখনো শ্রেণি কার্যক্রম থেকে বাইরে রয়েছেন, তাদেরকে সন্তানতুল্য শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে পাঠদান কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুবি,কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close