শেকৃবি সংবাদদাতা

  ১৫ নভেম্বর, ২০১৮

শেকৃবিতে জাতীয় কৃষি দিবস ও নবান্ন উৎসব পালিত

‘কৃষিই কৃষ্টি-কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সম্পূর্ণ গ্রামীন পরিবেশে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পালিত হলো জাতীয় কৃষি দিবস ও নবান্ন উৎস-২০১৮।

বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। শিক্ষার্থীরা র‌্যালিতে কৃষক-কৃষাণী সেজে অংশগ্রহন করে। এছাড়াও কৃষি প্রযুক্তি এবং কৃষি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

শেকৃবির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহ দিনব্যাপী তাদের স্টলে পিঠা, পায়েসসহ নানা ধরনের মিষ্টান্ন বিক্রি করে। শিক্ষার্থী ছাড়াও বহিরাগত অনেক দর্শনার্থীরা সেখানে ভিড় করে। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এবারের নবান্ন উৎসব।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেকৃবি,কৃষি দিবস,নবান্ন উৎসব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close