হিলি প্রতিনিধি

  ০৪ মে, ২০২০

হিলিতে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে অবৈধভাবে ফসলি কৃষিজমি থেকে বালু উত্তোলনের দায়ে বাবুল মন্ডল নামে এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার হাকিমপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার দক্ষিণ মাধবপাড়া গ্রামের বাবুল মন্ডল গ্রামের পাশেই অন্যদের কৃষিজমি ভাঙনের মুখে ফেলে নিজের কৃষিজমি থেকে ট্রাক্টর দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন করছে। ঘননাস্থলে গিয়ে সত্যতা পাই এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় অভিযোগে এ জরিমানা করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি,বালু উত্তোলন,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close