নেত্রকোনা প্রতিনিধি

  ০৩ মে, ২০২০

নেত্রকোনায় জাককানইবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদ

ময়মনসিংহে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী ও নেত্রকোনার সন্তান তৌহিদুল ইসলাম হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার নেত্রকোনার মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। ‘আমরা নেত্রকোনার সন্তান’ ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং দত্ত স্কুলের সাবেক শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন—নিহত তৌহিদের মামা আবদুল আওয়াল, জেলা ছাত্রলীগের নেতা রবিউল আওয়াল শাওন, জাককানইবির সাবেক শিক্ষার্থী মৃণাল কান্তি ভট্টাচার্য্য, জাককানইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর, নেত্রকোনা স্টুডেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী রিয়াদ, দত্ত স্কুলের সাবেক শিক্ষার্থী ফাহিম রহমান খান পাঠান প্রমুখ।

বক্তারা তৌহিদের হত্যার ঘটনাকে অন্যদিকে না ঘুরিয়ে সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানান।

গত শুক্রবার সাহরির সময় ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুর পাড়ের একটি ছাত্র মেসে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তৌহিদকে হত্যা করে। তার গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর এলাকায়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হত্যার প্রতিবাদ,নেত্রকোনা,জাককানইবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close