মৌলভীবাজার প্রতিনিধি

  ২৩ মার্চ, ২০২০

মৌলভীবাজারে বিদেশফেরত নারীর মৃত্যু, লকডাউন ৫ বাড়ি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজার শহরের ৫টি বাসাকে লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের এই বাসাগুলোতে বসবাসরতদের হোম কোয়ারেন্টাইন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের এম আর ভিলার রেজিয়া বেগম নামে যুক্তরাজ্য ফেরত এক নারী রোববার অসুস্থ হয়ে মারা যান। সন্দেহ করা হচ্ছে তিনি করোনা আক্রান্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই নারী গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে এসেছিলেন। তিনি হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া পাশের আরেকটি বাসায় সদ্য ইতালিফেরত এক তরুণ অসুস্থ রয়েছেন। এমতাবস্থায় এম আর ভিলাসহ আশপাশের ৫টি বাড়িকে করোনা সন্দেহে ‘হোম কোয়ারেন্টাইন’ ঘোষণা করে লকডাউন করে দিয়েছে প্রশাসন।

এ বিষয়ে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, ‘আমাদের আরও অনেক প্রক্রিয়া বাকি আছে; কাজ শেষ হলে আপনাদের ব্রিফ করবো। এখন এসব আলোচনার সময় নয়; কাজের অসুবিধা হবে, তথ্য বিভ্রাট হবে।’

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিদেশফেরত,করোনাভাইরাস,মৌলভীবাজার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close