reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জানুয়ারি, ২০১৮

ডিএসইর লেনদেনে নিম্নমুখী প্রবণতা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ মঙ্গলবার লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মোট ৩৩৫টি কো¤পানির ১২ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৩৪৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪৮ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৫৮৯ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৬১৯৮ দশমিক ৫৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ২২৬২ দশমিক ৭৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ২২ পয়েন্ট কমে ১৩৯১ দশমিক ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি ড্রাগন সুয়েটার, ইউনাইটেড পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক লিঃ, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল টিউবস, ইফাদ অটোস, আলিফ ম্যানুঃ ও গ্রামীণ ফোন।

দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানি সাফকো স্পিনিং, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স, হাওয়া ওয়েল টেক্সটাইল, ম্যারিকো বাংলাদেশ লিঃ, ইয়াকিন পলিমার, লিগাসি ফুটওয়ার, ইউনাইটেড ইন্সুরেন্স, সিএপিএম বিডিবিএল মি.ফা.১, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও ন্যাশনাল টিউবস।

দর কমার শীর্ষ ১০টি কোম্পানি ইউনাইটেড পাওয়ার, কর্নফুলী ইন্সরেন্স, ইউনাইটেড এয়ার, আলিফ ম্যানুঃ, আরামিট লিঃ, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ, যমুনা ব্যাংক লিঃ, ওয়াটা কেমিক্যাল ও ফারইস্ট ফাইন্যান্স।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোম্পানি,ডিএসই,লেনদেন,নিম্নমুখী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist