reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০১৯

অনলাইন রিপোর্টিং বিষয়ে বাফেদার প্রশিক্ষণ

বৈদেশিক মুদ্রায় লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনলাইনে রিপোর্টিং বিষয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার’স অ্যাসোসিয়েশন (বাফেদা)। এ প্রশিক্ষণে বাফেদার সদস্য ৫৪টি ব্যাংক থেকে মনোনীত কর্মকর্তারা অংশ নেন। গতকাল রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে প্রথম দিনে ২৭টি ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন এবং আজ বৃহস্পতিবার অবশিষ্ট ২৭টি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ওই প্রশিক্ষণে ১০০ কর্মকর্তা অংশ নিয়েছেন। এতে মার্কিন ডলারসহ অন্যান বৈদেশিক মুদ্রার কেনাবেচা এবং লেনদেন-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকে রিপোর্টিংয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিদিন নির্ভুলভাবে কীভাবে অনলাইনে রিপোর্টিং করা যায়, এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষণ দিচ্ছেন। গতকাল প্রধান অতিথি কর্মশালায় বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং বিশেষ অতিথি অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।

কর্মশালায় ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোতে দৈনন্দিন বৈদেশিক মুদ্রার লেনদেনের নির্ভুল রিপোর্টিং সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রিপোর্টিংয়ের ওপর ভিত্তি করে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নীতিনির্ধারণী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। প্রশিক্ষণার্থীদের যথাযথ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে তার নিজস্ব ব্যাংকে তা নির্ভুলভাবে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট করার মাধ্যমে ব্যাংক তথা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close