বেনাপোল প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০১৮

বেনাপোল কাস্টমস হাউসে হালখাতা

বকেয়া রাজস্ব আদায় ১৫ কোটি টাকা

‘আমরা করব অসাধ্য জয়-বেনাপোল হবে বিশ্বের বিস্ময়’Ñএই স্লোগানকে সামনে রেখে রাজস্ব আহরণ গতিশীল ও জোরদার করার লক্ষ্যে বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে বেনাপোল কাস্টমস হাউসে গতকাল সকালে শুরু হয় ‘বৈশাখী উৎসব ও রাজস্ব হালখাতা’। হালখাতায় সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫ কোটি ১২ লাখ টাকা বকেয়া রাজস্ব আদায় হয়েছে। করদাতা, অংশীজন, ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুধু রাজস্ব আদায় নয় ব্যবসায়ীদের আপ্যায়ন করা হয় পুলি পিঠা, মিষ্টি, মোয়া-মুড়কি, বাতাসা ও পাপড় দিয়ে।

জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ নির্মাণে সর্বস্তরে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রচলন নিয়ে বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে রাজস্ব হালখাতার ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও ডেপুটি কমিশনার রাফিয়া সুলতানা ও সহকারী কমিশনার দীপা রানী হালদারের সঞ্চালনায় রাজস্ব হালখাতার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম, ডেপুটি কমিশনার শাকিলা পারভিন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist