নিজস্ব প্রতিবেদক

  ০৪ ফেব্রুয়ারি, ২০১৮

‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাইলট প্রকল্প শুরু শিগগিরই’

শিগগিরই কেরানীগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল জিনজিরা বাসরোড এলাকায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত ডাম্প ট্রাক ও পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড কেরানীগঞ্জ মডেল থানাকে দুটি পুলিশ ভ্যান ও বর্জ্য সরিয়ে নেওয়ার জন্য চার ডাম্প ট্রাক প্রদান করেন।

নসরুল হামিদ বলেন, যত্রতত্র ময়লা না ফেলার তাগিদ দিয়ে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন কোনো অবৈধ কাজই আমাদের কাছে বৈধ হবে না। কেরানীগঞ্জের দখল হয়ে যাওয়া ১১টি খাল উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা ভোট দিতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের জাতীয় নেতাদের কাতারের প্রথম সারিতে আছেন শেখ হাসিনা। তার হাত ধরেই বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান সাইদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist