প্রযুক্তি ডেস্ক

  ০৬ জুলাই, ২০১৭

টুইটার ভুয়া সংবাদ ঠেকাতে আনছে ফিচার

মাইক্রোব্লগিং সাইট টুইটার নিজেদের প্লাটফর্মে ভুয়া সংবাদ ছড়ানো ঠেকাতে নতুন পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। নতুন একটি ফিচার আনতে যাচ্ছে তারা, যার মাধ্যমে ব্যবহারকারীরা ভুল তথ্য প্রকাশ করছে বা ক্ষতিকর তথ্য আছে-এমন কনটেন্ট শনাক্ত করতে পারবেন।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, টুইটার এখনো এই ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। আর যদি এটি আনা হয়, তবে এটি টুইটের পাশে থাকা ড্রপ-ডাউন মেন্যুতে একটি ট্যাব হিসেবে দেখা যাবে।

নতুন এই টুল ৩০ কোটিরও বেশি ব্যবহারকারীর মধ্যে প্রতিষ্ঠানটিতে ভুয়া অ্যাকাউন্ট, প্লাটফর্ম ব্যবহার করে নিয়োগ কার্যক্রম চালানো, উগ্রপন্থী, নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বিবৃতি ঠেকাতে সহায়তা করবে।

অন্যদিকে টুইটার বলেছে, এই ফিচার আনতে বর্তমানে তাদের কোনো পরিকল্পনা নেই। প্রতিষ্ঠানটির মুখপাত্র এমিলি হোরনে বলেন, এমন কোনো ধরনের সেবা আনার কোনো পরিকল্পনা এখন নেই।

চলতি বছরের জুন মাসে এক ব্লগ পোস্টে টুইটার বলে, তারা নতুন টুল তৈরি করছে। তবে এ প্রচেষ্টা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির নীতিমালাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কলিন ক্রওয়েল বলেন, টুইটার ‘প্রতারণামূলক আচরণ শনাক্তে কঠোর চেষ্টা চালাচ্ছে।’

এ দিকে প্রতিবেদনটিতে আরও বলা হয়, টুইটারের এই ফিচার ভুয়া সংবাদ ঠেকাতে কাজে দেবে কি না তা এখনো স্পষ্ট নয়, আর প্রতিষ্ঠানটি এখনো এটি বানাতে গবেষণা চালাচ্ছে। সূত্র : দ্য গার্ডিয়ান

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist