আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২০

আক্কেলপুরে শীতজনিত রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে

ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু, সরিষা, পেঁয়াজ ও বোরো বীজতলা

সারা দেশে চলছে শৈত্যপ্রবাহ। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জেঁকে বসেছে শীত। এদিকে, শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতজনিত রোগও। ইতোমধ্যে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলায় মারা গেছেন ১৬ জন। ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু, সরিষা, পেঁয়াজসহ ইরি-বোরো ধানের বীজতলা।

জানা গেছে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে নতুন বছরে গত কয়েক দিনে পৌরসভা এলাকার চৌধুরী পাড়ার বাবু চৌধুরী (৪৫), পুরাতন বাজারের ছামছুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩৮), চক্রপাড়া গ্রামের বৃদ্ধ রোস্তম আলী, আবাদপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মাহমুদ, কলেজ বাজারের পান দোকানী বাবু মিয়া (৩৬), হাস্তাবসন্তপুর গ্রামের ফজলুর রহমান প্রমানিক (৭০), হাস্তাবসন্তপুর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, ওই গ্রামের মৃদুল হোসেন (২৬), তিলকপুরের মুক্তিযোদ্ধা অফির আলী (৭০), শান্তা গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পুনঘরদিঘী গ্রামের মুক্তিযোদ্ধা আমির হোসেন, হরিশাদী গ্রামের মুক্তিযোদ্ধা হারেজ উদ্দিন (৭০), বিহার পুর গ্রামের আনোয়ারা বেওয়া (৬৭), একই গ্রামের জামাল উদ্দিন (৮৫) ও কলেজ বাজারের চাল ব্যবসায়ী আবাদুস সামাদ, মাদরাসাপাড়ার অজ্ঞাতনামা একজনসহ আরো বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শীত জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা বলেন, চলতি মাসে শীত জনিত রোগে প্রায় ১৬ জন মৃত্যু বরণ করেছেন। তীব্র শীত আর চলমান শৈত্যপ্রবাহের কারণে হাসপাতালে শীত জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, তীব্র শৈত্য প্রবাহ ও ঘণ কুয়াশার কারণে সদ্য লাগানো প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর নাবিলা (নমলা) আলু, ৫০ হেক্টর ইরি-বোরোর বীজতলা, ৩০০ হেক্টর সরিষা ক্ষেত, প্রায় ২০০ হেক্টরের অদিক জমির পেঁয়াজ ও পেঁয়াজের চারা ক্ষতিগ্রস্থ হয়েছে। তীব্র শীতে জবুথুবু হয়ে পড়েছে প্রাণিকূলও। এছাড়া ফুল জাতীয় ফসলের পরাগায়ন ব্যাহত হওয়াই উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ-আল আমিন বলেন, তীব্র শৈত্য প্রবাহ ও ঘণ কুয়াশার কারণে বীজতলার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ ক্ষতি থেকে রক্ষা পেতে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close